অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার দাবিতে ছাত্র ধর্মঘট


প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট হয়েছে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোন ক্লাস হয়নি। প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকে এ ধর্মঘট পালিত হয়। এদিকে, পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে তারা যোগ দেন।

অবস্থান শেষে শিক্ষার্থীরা মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করতে যাওয়ার সময় কাওরানবাজারে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করলে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এরপর পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা শাহবাগ হয়ে শহীদ মিনারে চলে যান। সেখানে এক সংবাদ সম্মেলনে আগামীকাল থেকে দেশের সকল মেডিকেল কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়। ঢাকার বাইরে সিলেট, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রশ্ন ফাঁসের অভিযোগ আবারও নাকচ করে দিয়ে বলেছেন, আন্দোলন অযৌক্তিক। এদের পেছনে কোন উস্কানিদাতা রয়েছে।

ওদিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বগুড়া মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG