অ্যাকসেসিবিলিটি লিংক

রাস্তায় এখন রানওয়ে


সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আক্রমণের ভয়ে কলকাতা যখন কাঁপছে, তখন শহরের সবচেয়ে বিখ্যাত রাজপথ রেড রোডে যুদ্ধ বিমান নামা-ওঠা করত। তার সাত দশক পরে দেশের বিভিন্ন হাইওয়েকে প্রয়োজনে বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহারের উদ্যোগ নিল ভারতীয় বিমানবাহিনি।

বৃহস্পতিবার দিল্লি ও আগ্রার সংযোগকারী যমুনা এক্সপ্রেসওয়েতে নামানো হল বিমানবাহিনির ফরাসী মিরাজ যুদ্ধবিমান। বিমানবাহিনির কর্তারা জানান, যুদ্ধের সময় শত্রু বিমানের বোমায় প্রথমেই অব্যবহার্য হয়ে পড়তে পারে বিমানবন্দরের রানওয়েগুলি। তখনই কাজে আসবে হাইওয়েগুলি। এখন অনেক হাইওয়েই রানওয়ের মতই মজবুত ও মসৃণ। কাজেই সমস্যা কিছুই নেই। অনেক দেশেই হাইওয়ে এ ভাবে কাজে লাগানো হয়।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG