অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় রেলওয়ের আমুল সংস্কার প্রস্তাব


ভারতীয় রেলের আমূল সংস্কার নিয়ে পরামর্শ দিতে ‌গত সেপ্টেম্বর মাসে বিবেক দেবরায় কমিটি গঠন করেছিল মোদি সরকার। শুক্রবার কমিটি তাদের রিপোর্ট দাখিল করল। তাদের সুপারিশ, যাত্রী ট্রেন চালানোর দায়িত্ব তুলে দেওয়া যেতে পারে বেসরকারি উদ্যোগীদের হাতে। এখন রেল প্রশাসন ও পরিচালনার দায়িত্ব কেন্ত্রীভূত রয়েছে রেল বোর্ডের হাতে। এরও বদল হওয়া দরকার বলে মনে করছে কমিটি। বরং রেল প্রশাসন পরিচালনার দায়িত্বের বিকেন্দ্রীকরণের সুপারিশ করেছে কমিটি।

আরও পরামর্শ, রেলের হাসপাতাল, স্কুল ও নিরাপত্তারক্ষী বাহিনীর দায়িত্ব নিজের হাতে আর রাখবার দরকার নেই রেলের। আরেক সুপারিশ হল, প্রতি বছর আলাদা করে সংসদে রেল বাজেট পেশ করবার দরকার নেই। অন্যান্য মন্ত্রকের বাজেট যেমন সাধারণ বাজেটের সঙ্গেই দাখিল করা হয়, এ বার থেকে রেল বাজেটের ক্ষেত্রেও একই নিয়ম হোক।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG