অ্যাকসেসিবিলিটি লিংক

মৃত্যুদন্ডের বিরোধীতা করলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি কালাম


ভারতের সুপ্রীম কোর্ট দেশের আইন কমিশনকে অনুরোধ করেছে, গুরুতর অপরাধের শাস্তি হিসেবে প্রাণদণ্ডের বিধান বহাল থাকা বাঞ্ছনীয় কি না, তা কমিশন বিবেচনা করে দেখুক। বস্তুত, ভারত-সহ মুষ্টিমেয় কয়েকটি দেশেই এখনও রয়ে গিয়েছে প্রাণদণ্ডের বিধান। সে বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে দেশের বিভিন্ন স্তরের মানুষের মতামত যাচাই করে নিচ্ছে কমিশন। মত দিয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও। তিনি কিন্তু মৃত্যুদণ্ডের বিপক্ষে।

কালাম বলেছেন, তাঁর কাছে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের করুণাভিক্ষার যে সব আবেদন এসে পৌঁছুতো , সেগুলি পর্যালোচনা করে তাঁর মনে হয়েছে, এই দণ্ডের পেছনে অনেক সময়ই অর্থনৈতিক ও সামাজিক পক্ষপাতের একটা বড় ভূমিকা থাকত। তাঁর মন্তব্য, রাষ্ট্রপতি হিসেবে নিজের কঠিনতম কাজগুলির অন্যতম ছিল এই আবেদনগুলির নিষ্পত্তি করা।

আগামী ১১ জুলাই আইন কমিশন মৃত্যুদণ্ডের বিধানটি বহাল রাখার প্রশ্নটি নিয়ে বৈঠকে বসছে।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG