অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সহায়তা চাইছে আফ্রিকার দেশগুলো


দিল্লিতে এখন ৫৪টি আফ্রিকার দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারতের যে শীর্ষ সম্মেলন চলছে, সেখানে উপস্থিত বিভিন্ন দেশের নেতারা নানা সমস্যা সমাধানে ভারতের সহায়তা চাইলেন।

মঙ্গলবার ভারতীয় বিদেশমন্ত্রি সুষমা স্বরাজের সঙ্গে এ সব বিষয়ে যেমন আলোচনা হয়েছে অন্যান্য বিদেশমন্ত্রিদের, বুধবার প্রধানমন্ত্রি নরেন্দ্রমন্ত্রি সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রসঙ্গগুলি তুললেন আফ্রিকার ২০টি দেশের রাষ্ট্রপ্রধানেরাও।

এক দিকে যেমন নিজেদের দেশে জঙ্গী সংগঠন বোকো হারামকে সামলানোর জন্য সাহায্য চাইলেন নাইজিরিয়ার নেতারা, অন্য দিকে গো-সম্পদ প্রতিপালনে ভারতের পরামর্শপ্রার্থী দক্ষিণ সুদান। আরও অনুরোধ রয়েছে অগ্নুতপাতে বিধ্বস্ত হয়ে যাওয়া তিনটি দ্বীপের পুনর্গঠনে ভারতের সাহায্যের জন্য। কিংবা, অনুরোধ, ভারত সাহায্য করুক আধুনিক হাসপাতাল নির্মাণে।

আফ্রিকা মহাদেশের সঙ্গে রাজনৈতিক ও আর্থিক সম্পর্ক ঘনিষ্ঠতর করতে আগ্রহী ভারত। আফ্রিকায় চীন যে ভাবে প্রভাব বাড়িয়ে চলেছে, তার মোকাবিলা করাও ভারতের লক্ষ্য।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG