অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানিতে বোরকা বন্ধের পক্ষে মার্কেল


সিরিয়ান শরণার্থীদের নিয়ে সংকটে থাকা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বোরকা নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন। তার মতে, শরীয়া আইন নয়, জার্মানির আইনই উর্ধ্বে। তাই, যেসব জায়গায় আইনী পথে সম্ভব, সেখানে পুরোপুরি মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করা উচিত।

মঙ্গলবার ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির জাতীয় কংগ্রেসে মার্কেল তার এই সিদ্ধান্তের কথা জানান। প্রায় এক হাজার ডেলিগেট তখন উল্লাসে ফেটে পড়েছিলেন। এই কংগ্রেসেই মার্কেলকে আবারো পার্টির নেতা নির্বাচিত করা হয়েছে। মার্কেল আগামী বছরের নির্বাচনে চতুর্থবারের মতো প্রার্থী হয়েছেন।

নির্বাচনে মার্কেলের মূল কাঁটা শরণার্থী। জার্মানির বিপুল সংখ্যক মানুষ মনে করেন, এই শরণার্থীরাই দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। উল্লেখ্য যে, এর আগে ফ্রান্স, বেলজিয়াম, চাদ, ক্যামেরুন, কঙ্গো, নাইজেরিয়া ও সুইজারল্যান্ডে বোরকা নিষিদ্ধ করা হয়েছে। গত সপ্তাহে নেদারল্যান্ডস পার্লামেন্ট বোরকা নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে।

XS
SM
MD
LG