অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্লরিডার ট্যাম্পায় রেপাবলিকান পার্টির জাতিয় কনভেনশন


যুক্তরাষ্ট্রের রেপাবলিকান দলিয় প্রেসিডেণ্ট পদপ্রার্থী মিট রমনি এখন দলের জাতিয় কনভেনশনে দলিয় প্রার্থী হবার মনোনয়ন পেতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে চলেছেন । বারাক ওবামার যায়গায় কেন তাঁদের প্রার্থীকে প্রেসিডেণ্ট হিসেবে অধিষ্ঠিত করা হবেনা , মিট রমনির পত্নি এ্যান ও তাঁর সমর্থক ভোটারেরা সে আর্জি তুলে ধরতে চলেছেন । মিট রমনি মঙ্গলবারেই ফ্লরিডার ট্যাম্পায় অনুষ্ঠিত রেপাবলিকান পার্টীর জাতিয় কনভেণশনে যোগ দিতে সেখানে গিয়ে হাজির হয়েছেন । তাঁর স্ত্রী এ্যান স্থানিয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিয় কনভেনশনে যে ভাষন দেবেন , টেলিভিশনে তা দেশব্যাপি সম্প্রচার করা হবে সেই সময়টায় , টেলিভিশনের দর্শক-শ্রোতা সাধারনত: যে সময়টাতে সবচেয়ে বেশি হয়ে থাকে । দলের লোকজন মনে করছেন , রমনি পত্নি এ্যান , মিট রমনির ব্যক্তিগত ভাবমুর্তিটাই তুলে ধরবেন তাঁরা ভাষনে । মঙ্গলবার রাতে প্রধান বক্তাদের মধ্যে শেষ যিনি ভাষন দেবেন দলের পক্ষ থেকে তিনি হলেন নিউ জার্সির গভর্ণর ক্রীস ক্রিস্টি । গেলো সাড়ে তিন বছরে হোয়াইট হাউসে অবস্থানকালে বারাক ওবামার ব্যর্থতার বিবরণই ক্রীস ক্রীস্টি তুলে ধরবেন বলে ধারনা করা হচ্ছে ।
ইতিমধ্যে , রমনির সহকারী রাস শ্রাইফার ট্যাম্পায় সাংবাদিকদের বলেছেন ঘুর্ণিবাত্যা আইযাকের গতিপথের কথা চিন্তা করে রেপাবলিকান দলের এই জাতিয় কনভেনশনের সময়সূচিতে আরো কিছু কিছু রদবদল ঘটতেও পারে । ইতিমধ্যেই এ কনভেনশন , যা কিনা সোমবার শুরুর কথা ছিলো , এখন আজকে শুরূ হচ্ছে একদিন দেরিতে ঐ আইযাকের কারনেই ।
XS
SM
MD
LG