অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন প্রার্থীরা বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন


GOP 2016 Debate
GOP 2016 Debate

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন প্রার্থীরা পররাষ্ট্র নীতির বিষয়ে কঠোর ভাষায় বক্তব্য রাখেন। শনিবার নিউ হ্যাম্পশার রাজ্যে এক বিতর্ক অনুষ্ঠানে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

নিউ হ্যাম্পশার রাজ্যে প্রাথমিক নির্বাচনের তিন দিন আগে এই বিতর্ক অনুষ্ঠান হয়।

নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি, ফ্লরিডার সেনেটর মার্কো রুবিওর বিরুদ্ধে কটু মন্তব্য করেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন মার্কো রুবিওর তা নেই।

মার্কো রুবিও অভিবাসন বিষয়ে বলেন “আমি প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আইন বলবৎ করবো এবং জনগণের কাছে প্রমান করবো যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রন করা গেছে।”

টেক্সাস রাজ্যের সেনেটার টেড ক্রুজ বলেন, “ আমরা একটা প্রাচীর নির্মান করবো, সীমান্তে টহলদারী বাহিনী তিন গুন করবো।”

ম্যানচেস্টার কলেজের অ্যানসেম কলেজে ওই বিতর্ক অনুষ্ঠান হয়।

XS
SM
MD
LG