অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্রায়েল–ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্দেশ্যে শীর্ষ কূটনীতিকদের বৈঠক


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ইউরোপীয় এবং আরব কূটনীতিকরা শুক্রবার প্যারিসে মিলিত হয়েছেন তারা আশা করছেন যে একটি অভিন্ন অবস্থানে পৌঁছুতে পারবেন যাতে থেমে থাকা ইস্রায়েল–ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু করা যায়।

ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দ, শান্তি সম্মেলন শুরু করেন--- ঐ ভাষণে ইস্রায়েল এবং ফিলিস্তিনকে আহ্বান জানিয়েছেন তারা যেন শান্তির জন্য সাহসী পদক্ষেপ গ্রহণ করেন।

ওলান্দ বলেন শান্তি প্রক্রিয়াকে সহজীকরণ করার জন্য আন্তর্জাতিক শক্তিবর্গের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা উচিত তবে দু'পক্ষের ব্যবধান কমিয়ে আনার সর্বশেষ কাজ তাদেরই করতে হবে। ওয়াশিংটন, ফরাসী প্রেসিডেন্টের ঐ প্রচেষ্টার প্রত্যুত্তর খুব হালকা ভাবে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী কেরী কেবল মাত্র শ্রোতা হিসেবে ঐ বৈঠকে উপস্থিত থাকছেন ফ্রান্স এবং অন্যান্যদের পক্ষ থেকে প্রস্তাবিত মতামত শোনার জন্য।

XS
SM
MD
LG