অ্যাকসেসিবিলিটি লিংক

রিও অলিম্পিকে রেকর্ড গড়লেন আমেরিকান সুপারষ্টার সাতারু কেটি লেডেকি


রিও অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই সাতারে হেরে গেলেন যুক্তরাষ্ট্রের সাতার বিস্ময় মাইকেল ফেল্পস। তবে ৮০০ মিটার ফ্রিষ্টাইল ইভেন্টে ইবশ্ব রেকর্ড গড়লেন আমেরিকান সুপারষ্টার সাতারু কেটি লেডেকি।

এবার অলিম্পেক ২০০, ৪০০ ও ৮০০ মিটার ফ্রিষ্টাইলে একা্ধারে স্বর্ন জেতেন তিনি। এর আগে সিঙ্গাপুরের জোসেফ স্কুলিং এর কাছে ১০০-মিটার পুরুষ বাটারফ্লাইয়ে হারেন মাইকেল ফেল্পস।

এদিকে রিও অলিম্পিকে প্রথম রাউন্ডের তুলনায় দ্বিতীয় রাউন্ডে কিছুটা ভালো করেছেন বাংলাদেশের গল্ফার সিদ্দিকুর রহমান। দুই রাউন্ড মিলিয়ে তিন জনের সঙ্গে যৌথভাবে ৪৬তম স্থানে আছেন সিদ্দিকুর।

বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তারকে নিয়ে অলিম্পিক গেমসের ১০০ মিটার স্প্রিন্টে খুব একটা আশাবাদি ছিল না কেউ। তারপরও ব্রাজিলের মাটিতে তিনি টাইমিং করেছেন ১২.৯৯ সেকেন্ড।

রিও অলিম্পিকে চীনের সঙ্গে স্বর্ণ জয়ের ব্যবধানটা ৫-এ নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ষষ্ঠ দিন শেষে মোট পদক জয়ের তালিকাতেও আমেরিকার দাপট অব্যাহত। তৃতীয় স্থানে আছে জাপান।

পঞ্চম দিন শেষে যুক্তরাষ্ট্র ও চীনের স্বর্ণ ছিল যথাক্রমে ১১, ১০। সে সংখ্যা এখন ১৬, ১১।

XS
SM
MD
LG