অ্যাকসেসিবিলিটি লিংক

মিসরে সংবিধানের জন্য গণভোটের আগে আবারও পরষ্পোর বিরোধী লড়াই



মিসরের অত্যন্ত বিতর্কিত সংবিধানের পক্ষে গণভোট অনুষ্ঠিত হবার একদিন আগে আলেকজান্দ্রিয়া শহরে নতুন সংবিধানের সমর্থক এবং বিরোধীদের মধ্যে লড়াই হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে দেশের দ্বিতীয় বৃহতর শহর আলেকজান্দ্রীয়ার একটি মসজিদের কাছে শুক্রবার বিক্ষোভকারীরা একে ওপররের দিকে পাথর নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি গাড়ীতে আগুন ধরিয়ে দেয়। তাতক্ষণিক ভাবে কোন হতাহতে খবর পাওয়া যায়নি।

কায়রোতে হাজার হাজার বিক্ষোভকারী পতাকা নাড়িয়ে পরষ্পোর বিরোধী সমাবেশ করছে।

নতুন প্রসাবিত সংবিধানটি প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির মুসলিম ব্রাদাহুড এবং সালাফি দল সমর্থন করছে। বিরোধী একাধিক উদারপন্থী, ধর্মনিরপেক্ষ এবং খৃষ্টানরা এর বিরুদ্ধে কারন নতুন সংবিধানে ইসলামিক আইনকে উতসাহীত করা হয়েছে, মহিলাদের অধিকারের কোন উল্লেখ নেই এবং সামাজিক স্বাধীনতাও তাতে খর্ব করা হয়েছে।
XS
SM
MD
LG