অ্যাকসেসিবিলিটি লিংক

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ৮ জন নিহত


Map showing Dhaka and Cox's Bazar, Bangladesh
Map showing Dhaka and Cox's Bazar, Bangladesh

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে ডাকাত সন্দেহে ৮ জন নিহত এবং কমপক্ষে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর হওয়ারও আগে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, একটি ট্রাকে করে ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে কিছুসংখ্যক মানুষ এসে স্থানীয় একটি বাজারের চালের একটি আড়তের দরজা ভেঙ্গে ট্রাকে চাল উঠানোর সময় মসজিদের মাইকের ঘোষণায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে কথিত ডাকাতদের গণপিটুনি দেয়। এতে ৭ জন ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা জানান, ডাকাতের উৎপাতে অতিষ্ঠ এবং আতঙ্কিত থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে।

জেলা পুলিশ সুপার মহিদ উদ্দিন দাবি করেন, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, আইনের শাসনের অভাবেই এই গণপিটুনির কারণ। উল্লেখ্য, এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসে ১২৭ জন এবং ২০১৪ সালে ১০৪ জন গণপিটুনিতে নিহত হয়েছেন।

ঢাকা থেকে আমীর খসরু রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG