অ্যাকসেসিবিলিটি লিংক

বৈরুতে হেজবুল্লাহর শক্তঘাঁটিতে রকেট আক্রমণ


লেবাননী নিরাপত্তা কর্মকর্তারা বলছে যে বৈরুতের একটি এলাকায় দুটি রকেট আঘাত হেনেছে। ঐ এলাকাটি হেজবুল্লাহ জঙ্গিদের শক্ত ঘাটিঁ।

এই আক্রমণের ঠিক একদিন আগেই হেজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহ এরকম সঙ্কল্প প্রকাশ করেন যে প্রতিবেশি দেশ সিরিয়ায় যখন প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার আক্রান্ত হচ্ছে , তখন তার দল নীরব দর্শকের ভূমিকা পালন করবে না।

নাসরাল্লাহ শনিবার তার ভাষণে বলেন যে সিরিয়ায় লড়াই করছে যাতে লেবাননকে উগ্রবাদী ইসলামপন্থিদের হাত থেকে রক্ষা করা যায় । এই প্রথম নাসরাল্লাহ এটা প্রকাশ্যে নিশ্চিত করেছেন যে সিরিয়ায় হেজবুল্লাহরা উপস্থিত এবং তারা লড়াই করছে।

এ দিকে বিদ্রোহী যোদ্ধাদের কাছ থেকে সিরিয়ার গুরুত্বপূর্ণ কুসায়ের শহরটি ছিনিয়ে নেওয়ার জন্যে সপ্তা খানেক ধরে চলে আসা এই লড়াইয়ে , সিরীয় সৈন্য এবং হেজবুল্লাহ যোদ্ধারা প্রচন্ড গোলা ছুড়েছে।
XS
SM
MD
LG