অ্যাকসেসিবিলিটি লিংক

নভেম্বর মাসে রুমেনিয়ায় ফিরতি দফার নির্বাচন


রুমেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থী একক ভাবে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে না পারায় সেখানে ফিরতি দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান মন্ত্রী ভিক্টোর পোন্টা পেয়েছেন প্রায় ৪০শতাংশ ভোট; ওদিকে ক্লাউস আইওহানিস পান ৩০শতাংশ ভোট।

নভেম্বর মাসের ১৬ তারিখে ফিরতি দফার নির্বাচনে প্রধানমন্ত্রী এবং সিবিউ শহরের মেয়র প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যিনি জয়ী হবেন তিনিই প্রেসিডেণ্ট ট্রায়ান বাসেস্কুর স্থালাভিষিক্ত হবেন। দশ বছর ক্ষমতায় বহাল থাকার পর বাসেস্কু এই পদ থেকে সরে দাঁড়াবেন।

XS
SM
MD
LG