অ্যাকসেসিবিলিটি লিংক

বিদেশ সফরের শেষ পর্যায়ে রমনি এখন পোল্যান্ডে


লেখ ওয়ালেসার সঙ্গে রমনি ও তাঁর স্ত্রী
লেখ ওয়ালেসার সঙ্গে রমনি ও তাঁর স্ত্রী
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থি মিট রমনি তাঁর বিদেশ সফরের শেষ পর্যায়ে এখন পোল্যান্ডে সফরে রয়েছেন । এর আগে তিনি ইসরাইল ও ব্রিটেনস সফর করেছেন ।

পোল্যান্ডে তাঁর দু দিনের সফরের প্রতম দিনে তিনি আজ প্রধান মন্ত্রী ডনাল্ড টাস্ক এর সঙ্গে বৈঠক করেছেন এবং দিনে আরও পরের দিকে এবং সাবেক প্রেসিডেন্ট লেক ওয়ালেসার সঙ্গে তাঁর বৈঠক করার কথা আছে।

আশা করা হচ্ছে রমনি আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসী আক্রমণের স্থান ওয়স্টার প্লাটে পুস্প স্তবক অর্পণ করবেন।

আজ সকালেই রিপাবলিকান দলের এই সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থি জেরুজালেমে , তাঁর নির্বাচনী প্রচার অভিযানের জন্যে বড় রকমের চাঁদা সংগ্রহরে উদ্যোগ নেন যাতে অমা করা হচ্ছে তিনি দশ রক্ষ ডলারের ও বেশি অর্থ সংগ্রহ করতে পারবেন।

সেখানকার কিং ডেভিড হোটেলে রমনি ৪০ জন দাতাকে বলেন যে তিনি জেরুজালেমের সঙ্গে তাঁর আধ্যাত্মিক যোগাযোগ অনুভব করেন। তিনি ইসরাইলের অর্থনীতি প্রসঙ্গে ও বক্তব্য রাখেন যেখানে তিনি পশ্চিম তীর এবং গাজা ভুখন্ডের মধ্যকার উৎপাদনের পার্থক্য তুলে ধরেন ।

এই মন্তব্যগুলোর একদিন আগেই তিনি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী বলে ঘোষণা করে ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করেন , যারা কি না পুর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী করতে চান।
XS
SM
MD
LG