অ্যাকসেসিবিলিটি লিংক

 বিজেপির বিরুদ্ধে ত্রিমুখী লড়াইয়ের কৌশল তৃণমূল কংগ্রেসের-তৃণমূল কংগ্রেস কোর কমিটির সিদ্ধান্ত


তৃণমূল কংগ্রেসে কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত বিজেপির বিরুদ্ধে ত্রিমুখী লড়াইয়ের কৌশল নেবে তৃণমূল কংগ্রেস। সংসদের ভেতরে-বাইরে সরব হতে নির্দেশও দিয়েছেন তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিন কলকাতার কালীঘাটে তৃণমূলের কোর কমিটির বর্ধিত বৈঠকে কীভাবে রাজ্যে সাম্প্রদায়িক শক্তির উত্থান রুখতে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। বিভেদের রাজনীতি বরদাস্ত নয়, বৈঠকে বার্তা দিয়ে বিজেপি ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি, বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নানা কার্যকলাপের বিরুদ্ধে তীব্র আক্রমণ গড়ারও ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী।সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার তার সমস্ত শক্তি দিয়ে বিজেপিকে প্রোমোট করছে। এর আগে কোনও সরকার এরকম করেনি। সরকারি নানা অনুষ্ঠানে রাখা হচ্ছে বিজেপির দলীয় চিহ্ন। ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। বিভেদমূলক রাজনীতি বরদাস্ত করা হবে না। এর মোকাবিলায় নামতে হবে। শুধু বার্তাই নয়, কীভাবে গেরুয়া ব্রিগেডের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে, তার কৌশলও বাতলে দেন তৃনমূল নেত্রী কোর কমিটির বৈঠকে। আগামী ৩ রা নভেম্বর থেকে ১১ নভেম্বর রাজ্যের সব জেলায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে পথসভার নির্দেশের পাশাপাশি দলের তরফে প্রচার পুস্তিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় সূত্রের খবর। পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG