অ্যাকসেসিবিলিটি লিংক

অলিম্পিক গেইমসে  রাশিয়ার খেলোয়াড়দের ডোপিং গ্রহণ 


নতুন একটি রিপোর্টে বলা হয়েছে রাশিয়ার ১ হাজারের বেশী খেলোয়াড় যারা গ্রীষ্মকালীন, শীতকালীন এবং প্যারা অলিম্পিক গেইমসে অংশ নেন তাদের পরীক্ষা করে বল বর্ধক ডোপিং পাওয়া গেলেও তা সুপরিকল্পিত ভাবে যঢ়যন্ত্র করে গোপন করা হয়।

ওয়ার্ল্ড এন্টাই ডোপিং এজেন্সি বা WADA -এর তদন্তকারী রিচার্ড ম্যাকলার্ণ তার সাম্প্রতিক রিপোর্টটি শুক্রবার প্রকাশ করেছেন। তিনি ক্যানাডিয়ান আইন বিষয়ক অধ্যাপক। ঐ রিপোর্টে অভিযোগ করা হয়েছে যে ২০১৪ সালে সচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক গেইমসে ডোপিং নেয়ার বিষয়টি রাষ্ট্রের সম্পৃক্ততায় রাশিয়া গোপন করেছে।

মেকলার্ণ জুলাই মাসে তার প্রথম রিপোর্টটি প্রকাশ করেন তবে সাম্প্রতিক এই রিপোর্টে বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত তথ্য প্রমাণ দেয়া হয়েছে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই অভিযোগ বাতিল করে দিয়ে ছিল। মেকলার্নের নতুন রিপোর্টই আইওসি-র কাছে পেশ করা হবে।

XS
SM
MD
LG