অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্টারের সময় ইউক্রেইনের পূর্বাঞ্চলে হামলায় রাশিয়া ক্ষুব্ধ


রাশিয়া বলছে, ইউক্রেইনের পূর্বাঞ্চলে, যে মারাত্মক গোলাগুলি হয়েছে, তা ইস্টারের সময় যে অস্ত্রবিরতির চুক্তি তা লংঘন করে। এবং এই ঘটনায় তারা ক্ষুব্ধ। অন্যদিকে, ইউক্রেইনিয় কর্মকর্তারা বলছেন, ঘটনার বিস্তারিত বিবরণ সম্পর্কে তারা নিশ্চিত নন।

কর্মকর্তারা বলছেন, রুশপন্থী বিচ্ছিন্নবাদীদের একটি নিরাপত্তা চৌকিতে গোলাগুলিতে একজন মারা গেছে। অন্যান্য সূত্র বলছে, বিচ্ছিন্নতাবাদীসহ ৪জন মারা গেছে।

অবশ্য, ঐ হামলার জন্যে দায়ী করা হয়েছে, এমন একটি ইউক্রেইনিয় দল কোনরকম সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। এবং এর জন্যে রাশিয়ার স্পেশাল ফোর্সকে দায়ী করেছে। ঐ ঘটনাটি ঘটেছে স্লাভিয়ান্সক শহরের কাছে, যা এখন রুশ জঙ্গীদের
XS
SM
MD
LG