অ্যাকসেসিবিলিটি লিংক

প্রয়োজনে কয়েক ঘন্টার মধ্যেই সিরিয়ায় সৈন্য পাঠাতে পারবে রাশিয়া: ভ্লাদিমির পুতিন


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যে, তিনি যদিও সিরিয়ার যুদ্ধক্ষেত্র থেকে রুশ সৈন্য প্রত্যাহার করেছেন, প্রয়োজনবোধে কয়েক ঘন্টার মধ্যেই তিনি সেখানে আবার সৈন্য পাঠাতে পারেন।

সিরিয়ার যুদ্ধ থেকে ফিরে আসা সশস্ত্র বাহিনীর লোকদের সম্মান জানানোর সময়ে পুতিন বলেন, তিনি চান না এই সংঘাত আবার বৃদ্ধি পাক এবং সিরীয় কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধরত বিরোধী গোষ্ঠিগুলো বুঝে শুনে চলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঐ অনুষ্ঠানে পুতিন জোর দিয়েই বলেন যে, রাশিয়া সিরিয়ায় তার বিমান ঘাঁটি এবং নৌ স্থাপনা রাখবে এবং আই এস ও আল কায়দার সিরীয় গোষ্ঠি আল নুসরা ফ্রন্টকে লক্ষ্য করে বোমা বর্ষণও অব্যাহত থাকবে।

রুশ বিমান বাহিনীর কমান্ডার বলছেন যে, সিরিয়া থেকে তাদের অধিকাংশ সৈন্য প্রত্যাহার দু-তিন দিনের মধ্যেই সম্পন্ন হবে।

যুক্তরাষ্ট্রের হিসেব অনুযায়ী সিরিয়ায়, রাশিয়ার তিন থেকে ছ'হাজার সৈন্য ছিল। রাশিয়া বলছে, প্রত্যাহারের পর তাদের এক হাজার সৈন্য সেখানে থাকবে।

XS
SM
MD
LG