অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া বলেছে কাশপিয়ান সাগরে তাদের রণতরী বহর সিরিয়ায়, ইসলামিক স্টেটের লক্ষ্যস্থলে আঘাত হেনেছে


In this photo made from the footage taken from Russian Defense Ministry official website, a Russian navy ship on the Caspian Sea launches a cruise missile toward Islamic State targets in Syria, the ministry said, Oct. 7, 2015.
In this photo made from the footage taken from Russian Defense Ministry official website, a Russian navy ship on the Caspian Sea launches a cruise missile toward Islamic State targets in Syria, the ministry said, Oct. 7, 2015.

রাশিয়া বুধবার বলেছে, যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়ায়, ইসলামিক স্টেটের লক্ষ্যস্থলের উপর রকেট হামলা চালানোর জন্য, তারা কাশপিয়ান সাগরে চারটি রণতরী ব্যবহার করেছে। রাশিয়া সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী সারগেই শোইগু প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিনকে বলেছেন, যে ১১টি আইএস লক্ষ্যস্থলের উপর, রণতরী থেকে ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তিনি বলেন অসামরিক লোকজনের কোন ক্ষয়ক্ষতি না করে, আইএস লক্ষ্যস্থলগুলো ধ্বংস করা হয়।

শোইগু পুটিনকে বলেন “হামলার ফলাফল এটাই নিশ্চিত করে যে দুর পাল্লার, প্রায় ১৫০০ কিলোমিটার –দূর থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র খুবই কার্যকর।”

এদিকে, সেনেটার জন ম্যাকেইন বলেছেন “আমাদের উচিত রাশানদের বলা যে আমরা যে কোন সময় যেখানে ইচ্ছে বিমান চালাবো, আপনারা আমাদের পথে থাকবেন না।”

XS
SM
MD
LG