অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী জন কেরী আসছে সপ্তাহে মস্কো সফরে যাবেন


পররাষ্ট্রমন্ত্রী জন কেরী আসছে সপ্তাহে মস্কো সফরে যাবেন বলে মনস্থ করেছেন। সিরিয়া থেকে রাশিয়ার বাহিনী প্রত্যাহার বিষয়ে আলোচনা করতে চান তিনি- কথা বলতে চান যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শান্তি কায়েমের উদ্যোগ-আয়োজনের বিষয়াদি নিয়ে। পাঁচ বছরের সংঘাত বিক্ষুদ্ধ দেশটিতে রাজনৈতিক একটা নিস্পত্তি করানোয় কোন্ প্রক্রিয়া নিয়ে এগুলে ভালো হয় সেসব নিয়ে কথা বলতে চান তিনি পূটীন ও পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরফ, দু’জনের সঙ্গেই।

সিরিয়ার লড়াই এখন অনেকখানিই প্রশমিত-প্রায়, তিন সপ্তাহ হয়ে গেলো, অনেকখানেই সহিংস তৎপরতা থেমে রয়েছে এখন।

তবে, পররাষ্ট্রমন্ত্রী কেরি বলছেন- সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতা আঁকড়ে বসে রইলে কিন্তু স্থায়িভাবে শান্তি বজায় থাকা সম্ভব নয়।

প্রথম প্রস্থের যে রূশ সেনারা সিরিয়া ছেড়েছিলো তারা এখন দেশে পৌঁচেছে গতকাল মঙ্গলবার জনতার তুমুল হর্ষধ্বনির মাঝে। পুটিন সোমবার সবাইকে চমকে দিয়ে ঘোষনা করেন- সিরিয়া মিশন এখন যখন সম্পন্ন হয়ে গিয়েছে, অতএব রুশ বাহিনীর বড়ো অংশই তিনি প্রত্যাখ্যান করে নিচ্ছেন।

XS
SM
MD
LG