অ্যাকসেসিবিলিটি লিংক

নিষেধাজ্ঞা অব্যাহত রাখায় ইউরোপীয় ইউনিয়নের প্রতি নিন্দা জানিয়েছে রাশিয়া


ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক
ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক

ইউক্রেইন সংকটকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা অব্যাহত রাখায় রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের প্রতি নিন্দা জানিয়েছে। বলেছে, এই সিদ্ধান্ত ধ্বংসাত্মক।

শুক্রবার, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় রাশিয়া কিভাবে এর জবাব দেবে সে বিষয়ে কোন মন্তব্য করেননি। শুধু বলেছেন, তাঁরা জাতীয় স্বার্থ রক্ষা করেই এর জবাব দেবেন। তিনি আরো বলেছেন রাশিয়া সৃজনশীল দিকের কাজেই মনোনিবেশ করতে চায়, ধ্বংসাত্মক কাজে নয়। নিষেধাজ্ঞা একরকম ধ্বংসাত্মক কাজ।

পেসকফ পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতির প্রতি সম্মান না দেখানোর জন্যে কিয়েভকে দায়ী করেন। গত মাসে বেলারুসের রাজধানী মিন্সকে দুপক্ষের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সাক্ষর হয়।

XS
SM
MD
LG