অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার মানুষ মনেকরে প্রেসিডেন্ট নির্বাচনে পুটিনেরই জয় হবে ।


রাশিয়ার নাগরিকেরা আগামীকাল রবিবার সেদেশের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মিষ্টার পুটিন এবং তাঁর দল ইউনাইটেড রাশিয়া পার্টির বিরুদ্ধে ব্যপক বিক্ষোভ সত্তেও প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন পুনরায় প্রেসিডেন্টের পদে ফিরে যাবেন। নিরপেক্ষ গবেষনা পরিচালিত সমিক্ষায় দেখা গিয়েছে মি:পুটিন এ নির্বাচনে ৬২ থেকে ৬৬ শতাংশ ভোট পাবেন বলে মনে হচ্ছে এবং তাএ করে তাঁকে আর ফিরতি নির্বাচনে যেতে হবে না । মি,পুটিনের বিরোধি পক্ষিয়দের দাবী ডিসেম্বরে সংসদিয় নির্বাচনে মি:পুটিন ইউনাইটেড রাশিয়া পার্টী কারচুপি ও জাল ভোটের মাধ্যমে নির্বাচন জেতে । ইউনাইটেড রাশিয়া অবশ্য এ অভিযোগ অস্বীকার করে । ঐ নির্বাচনের ফপলাফলের বিরুদ্ধে সারা দেশজুটে বহূ লোক বিক্ষোভ প্রদর্শন করে । সাম্প্রতিক এক জরিপে দেখা গিয়েছে মি:পুটিন আবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন বলে রাশিয়ার ৮০ শতাংশ মানুষ বিশ্বাস করে । ৫৭ শতাংশ মানুষ মনে করে তিনি এখনো রাশিয়ার একজন জাতিয় নেতা ।

XS
SM
MD
LG