অ্যাকসেসিবিলিটি লিংক

দলীয় গন্ডির বাইরে বঙ্গবন্ধু সকলের নেতা: অধ্যাপক সাদেকা হালিম


আজ ১৫ই অগাস্ট। আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে দুর্ভাগ্যজনক এক সামরিক অভুত্থানে সপরিবারে নিহত হন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখনও বাংলাদেশের মানুষ পরম কৃতজ্ঞাবোধে স্মরণ করে জাতির জনককে, যিনি তাঁর দীর্ঘ দিনের সংগ্রামের মধ্য দিয়ে একটি জাতিকে, জাতিরাষ্ট্রে পরিণত করেছিলেন। ১৫ই আগস্টের পট পরিবর্তনের আর্থ-সামাজিক তাৎপর্য এবং দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর ভূমিকা মূল্যায়নের প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট বিশ্লেষক ড সাদেকা হালিম ভয়েস অফ আমেরিকার আনিস আহমদের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তাঁর তখনকার অনুভূতির কথা তুলে ধরেন। প্রসঙ্গত তিনি বলেন, তাঁর বাবা অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী, যিনি তখন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি পরিষদের সদস্য ছিলেন, এই ঘটনায় মর্মাহত হন এবং বঙ্গবন্ধু যে কত বড় মাপের নেতা ছিলেন সেই কথাটি নিজ সন্তানদের বুঝিয়ে দেন।

সেই থেকে আজ পর্যন্ত সাদেকা হালিম বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাশীল। তিনি মনে করেন ১৯৭৫ সালের পট পরিবর্তনের মধ্য দিয়ে, সামরিক একনায়কতন্ত্র্রের উদ্ভবে যে ভাবে রাষ্ট্রিক আদর্শে পরিবর্তন আনা হয় তা বস্তুত একটি বিভাজন সৃষ্টি করা হয়েছে যা আজও বাংলাদেশের সমাজকে রাজনৈতিক ভাবে বিভক্ত করে রেখেছে। তিনি বলেন যদি ভারতে কিংবা অন্যত্র রাজনৈতিক পট পরিবর্তনে, জাতির জনকের সম্মানে হের ফের না হয়, তা হলে বাংলাদেশে তা কেন হবে! অধ্যাপক সাদেকা হালিম বলেন বঙ্গবন্ধুর অবস্থান হতে হবে দলীয় গন্ডির ঊর্ধ্বে, তিনি রাজনৈতিক মতবাদ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাঙালির নেতা এ কথা এ প্রজন্মকে উপলব্ধি করতে হবে।

please wait

No media source currently available

0:00 0:05:12 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG