অ্যাকসেসিবিলিটি লিংক

শিয়া ইমাম মুকতাদা আস সাদরের নেতৃত্বাধীন রাজনৈতিক গোষ্ঠী ইরাকের সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচনের ডাক দিয়েছে ।


শিয়া ইমাম মুকতাদা আস সাদরের নেতৃত্বাধীন রাজনৈতিক গোষ্ঠী ইরাকের সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচনের ডাক দিয়েছে ।
শিয়া ইমাম মুকতাদা আস সাদরের নেতৃত্বাধীন রাজনৈতিক গোষ্ঠী ইরাকের সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচনের ডাক দিয়েছে ।

ইরাকে , এ্যামেরিকা বিরোধি শিয়া ইমাম মুকতাদা আস সাদরের নেতৃত্বাধীন রাজনৈতিক গোষ্ঠী ইরাকের সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন অনুষ্ঠানের ডাক দিয়েছে – যে ডাকের ফলোদয়ে , দেশের বর্ধমান গোত্র-সম্প্রদায় কেন্দ্রীক সংকট আরো বেড়েচেড়ে উঠতে পারে ।

ঐ সাদরপন্থীরা সোমবার বলে – ইরাকের যে রাজনৈতিক সমস্যাদি ক্রমশ: আরো বেশিরকম ঘনিভূত হয়ে চলেছে তা নিরসনের একমাত্র পথই হলো নতুন নির্বাচন অনুষ্ঠান , কেননা দেশকে দ্বিখন্ডিত করার উপক্রম হয়েছে যেসব সমস্যার দরূন তার কোনো সমাধান বর্তমান সরকার খুঁজে পাচ্ছেন না । সূন্নী ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমী একটা হত্যাযজ্ঞের ষড়যন্ত্র করছেন , এ সন্দেহের বশবর্তী হয়ে শিয়া প্রধানমন্ত্রী নূরী আল মালিকী হাশেমীকে গ্রেফতারের জন্যে নির্দশ দিলে পর উত্তেজনা পরিস্থিতি আরো টানটান আকার ধারন করে । হাশেমী এ অভিযোগের যাথার্থ অস্বীকার করেছেন এবং গ্রেফতার এড়ানোর চেষ্টায় পালিয়ে গিয়েছেন ইরাকের উত্তরাঞ্চলবর্তী স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে । মালিকী , সূন্নি ডেপুটী প্রধানমন্ত্রী সালেহ আল মুতলাককেও বরখাস্ত করবার জন্যে সংসদের প্রতি আহ্বান জানিয়েছেন ।

রাজনৈতিক এহেন সংকটের মাঝেই আবার বাগদাদে , আল কায়েদা সংশ্লিষ্ট সূন্নী চরমপন্থি বলে সন্দেহ করা হচ্ছে এমোন হামলাকারিদের তরফে আক্রমন অভিযান সংঘটিত হয়েছে একটানা বেশ কয়েবার । সোমবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বাইরে এরকমের এক হামলায় ৭ ব্যক্তি নিহত হয় – জখম হয় ৩০-এরও বেশি লোক ।

XS
SM
MD
LG