অ্যাকসেসিবিলিটি লিংক

নারীদের বিরূদ্ধে ফতোয়া তাড়িত সহিংসতা বন্ধের জন্যে সচেতনতা দরকার: সালমা আলি ।


বাংলাদেশের শরিয়তপুরে ফতোয়া তাড়িত বেত্রাঘাতে যৌন লালসা লাঞ্ছিত চতুর্দশি কন্যা হেনা আখতারের মৃত্যু এবং পরবর্তিতে দেশে বিদেশে তা নিয়ে ক্ষোভ-ধিক্কার ব্যক্ত হতে শোনা গিয়েছে, শোনা যাচ্ছে এখনো , বাংলাদেশের উচ্চ আদালত এখন হেনা আখতারের মরদেহের নতুন করে পোস্ট মর্টেমের জন্যে নির্দেশ দিয়েছে । এর আগে উচ্চ আদালত, এ ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছিলো তা জানানোর জন্যে স্থানীয় প্রশাসনের প্রতি নির্দেশ জারি করে ।

বিষয়টি সম্পর্কে ভয়েস অফ অ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির নির্বাহি পরিচালক আইনজীবি সালমা আলি বলেন -নারীদের বিরুদ্ধে এ ধরনের ফতোয়া তাড়িত সহিংসতা বন্ধের জন্যে ব্যাপক সচেতনতা সৃস্টির প্রয়োজন রয়েছে এবং সেই সঙ্গে সংবাদ মাধ্যমগুলোতে এহেন আইন বিরোধী তত্পরতা বন্ধের ব্যাপারে প্রচারের দরকার রয়েছে । সালমা আলি বলেন - পুরুষ তান্ত্রিক সমাজ ব্যবস্থায় এধরনের বৈষম্যের ব্যাপারে পরিবার স্তরেও সচেতনা গড়তে হবে, আইনি অজ্ঞতা দূর করতে ব্যবস্থা নিতে হবে ।

XS
SM
MD
LG