অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ৩৪টি দেশের ইসলামিক জোট গঠন করার কথা ঘোষণা করেছে সৌদী আরব


সৌদী আরব মঙ্গলবার ঘোষণা করেছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ৩৪টি দেশ নিয়ে তাদের কথায় নতুন ইসলামিক সামরিক জোট গঠন করা হচ্ছে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সৌদী সংবাদ সংস্থা এক বিবৃতি প্রকাশ করেছে এবং তাতে বলা হয়েছে এই উদ্দোগে অন্তর্ভুক্ত সামরিক তৎপরতা সমন্বয় করার জন্য রিয়াদে একটি প্রধান অভিযান কেন্দ্র প্রতিষ্ঠা করা।

বিবৃতিতে বলা হয় সন্ত্রাসবাদ হচ্ছে মানবাধিকার ও মানব মর্যাদার গুরুতরো লঙ্ঘন বিশেষ করে জীবন রক্ষার ও নিরাপত্তা রক্ষার অধিকারের ক্ষেত্রে। বিবৃতিতে আরও বলা হয় দুর্নীতি ও সন্ত্রাসবাদ কোন ভাবেই সমর্থন করা যায়না।

এই জোটে সৌদি আরব সহ অন্যান্য দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, বাহরেইন, লিবিয়া, মালয়েশিয়া, সোমালিয়া, সুদান, মালি, নাইজেরিয়া, তিউনিসিয়া, তুরস্ক, আরব আমিরাত, ইয়েমেন এবং অন্যান্য দেশ।

XS
SM
MD
LG