অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পদ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে সউদি আরব


সউদি আরব, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পদ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। তাঁদের অভিযোগ, অসম নীতির কারণে, পরিষদের কার্যকারিতা ব্যহত হচ্ছে।
সউদি পররাষ্ট্র মন্ত্রণালয়, শুক্রবার বলেছে, বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্যে যাতে পরিষদ তার দায়িত্ব পালন করতে পারে, সেজন্যে যদি সংস্কারের উদ্যোগ নেয়া না হয় তাহলে, সউদি আরব, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে যোগ দেবে না।
দেশের আড়াই বছরের রক্তাক্ত গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেণ্ট বাশার আল আসাদের ভূমিকার জন্যে, তাকে শাস্তি দেবার প্রস্তাব পাশ না করানোয় পরিষদের তীব্র সমালোচনা করেন সউদি পররাষ্ট্রমন্ত্রী, শুক্রবার, এক বিবৃতিতে । তিনি ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সমাধান না হওয়ার জন্যেও পরিষদের সমালোচনা করেন।
XS
SM
MD
LG