অ্যাকসেসিবিলিটি লিংক

সওদী আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে


Iranian security stand guard to protect Saudi Arabia's embassy in Tehran, Iran, while a group of demonstrators gathered to protest execution of a Shi'ite cleric in Saudi Arabia, Sunday, Jan. 3, 2016.
Iranian security stand guard to protect Saudi Arabia's embassy in Tehran, Iran, while a group of demonstrators gathered to protest execution of a Shi'ite cleric in Saudi Arabia, Sunday, Jan. 3, 2016.

সওদী আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। সওদী কর্তৃপক্ষ একজন বিশিষ্ট শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ইরানের রাজধানীতে সওদী দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে সওদী পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দেন। এর আগে সৌদি আরবে শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদন্ড কার্যকর হবার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, এর জন্য সৌদি আরবকে চরম মূল্য দিতে হবে। ওই শিয়া নেতা সৌদী আরবের ক্ষমতাসীন রাজ পরিবারের তীব্র সমালোচক ছিলেন। ইরানের রেভিলিউশানারি গার্ড এক বিবৃতিতে বলেছে আল-নিমরের মৃত্যুর ফলে সৌদী আরবের রাজতন্ত্রের পতন ঘটবে। আল-নিমরের মৃত্যুদন্ড কার্যকরের পর আন্তর্জাতিক মহলে ক্ষোভ দেখা যায়। ভারতে শিয়া মুসলমানরা শ্রীনগরে মিছিল করে। তারা ৪৭ জনের মৃত্যুদণ্ড এবং বিশেষ করে শেখ নি্মরের প্রাণদণ্ড কার্যকরের বিরুদ্ধে বিক্ষোভ করে। সেখানে শিয়া নেতা সাইদ মুজাহিদ বলেন: সৌদী আরবে আয়াতোল্লাহ শেখ বাগির নিমির এবং ৪৭ জন মোমিন শহীদ হয়েছেন। তাদের প্রাণদণ্ড কার্যকরের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। খুব কঠোর ভাষায় আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।

XS
SM
MD
LG