অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি নেতৃত্বে বিমান হামলায় ইয়েমেনে ২২জন নিহত


সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন শনিবার নতুন করে শিয়া হৌথি বিদ্রোহীদের লক্ষ্য করে, দক্ষিণের বন্দর নগর আদেনে বিমান হামলা চালিয়েছে। ঐ হামলায় মারা গেছে ২২জন।

রিয়াদের কোয়ালিশন এ নিয়ে ১৭তম দিনের মত বিমান হামলা পরিচালনা করল। ওদিকে স্থানীয় সশস্ত্র দলগুলো ইরান সমর্থিত হৌথি বাহিনীর দক্ষিণে অগ্রসর হওয়া ঠেকিয়েছে। অবশ্য হৌথি যোদ্ধারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনার দখল নিয়েছে।

শনিবার রেড ক্রস ইয়েমেনের রাজধানী সানায় ৩৬টন মেডিকেল সামগ্রী, পানি বিশুদ্ধকরণ সরঞ্জাম, এবং জেনারেটর পৌঁছে দিয়েছে। এ নিয়ে দ্বিতীয় দিনের মত রেড ক্রস বিদ্রোহী নিয়ন্ত্রিত সানায় ত্রাণ সামগ্রী পৌঁছল।

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী জ়োহ্যানেস ভ্যান ডার ক্ল, জেনিভার প্রতিবেদকদের বলেছেন, জরুরি মেডিকেল সাহায্য ও অন্যান্য মানবিক সহায়তা পৌঁছে দেয়ার জন্যে দিনে কয়েকঘন্টা যুদ্ধবিরতি প্রয়োজন।

XS
SM
MD
LG