অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদী আরবের মসজিদে আত্মঘাতি বোমা হামলায় নিহতদের মধ্যে ছিলেন চার বাংলাদেশী


সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের একটি মসজিদে বৃহস্পতিবার বোমা হামলায় নিহত ১৫ জনের মধ্যে ৪ জন বাংলাদেশী শ্রমিক বলে নিশ্চিত হওয়া গেছে। সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিষয়টি জানিয়ে বলেছেন, দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। চার জন নিহতের পাশাপাশি একজন বাংলাদেশী গুরুত্বর আহত হয়েছেন। এর আগে সৌদি আরবের শিয়া মসজিদে চালানো হামলার মতোই সর্বশেষ এ হামলাটির দায়ও স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। ধারণা করা হচ্ছে, একজন সৌদি নাগরিকই শহরের পুলিশ ক¤পাউন্ডে আত্মঘাতি হামলাটি চালিয়েছেন। ওই হামলাকারীর নাম ইউসুফ আল-সুলেইমান বলেও জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সৌদি সরকার বোমা হামলাকারী ব্যক্তিকে আবু সিনান আল-নাজদি বলে সনাক্ত করেছে। আইএস বলেছে, তাদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে অংশগ্রহণ করায় সৌদি শাসক ও সেনারা শান্তি উপভোগ করতে পারবে না।
ওদিকে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশী ছাত্র মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় জেদ্দা শহরের অবহোরে এই দুর্ঘটনা ঘটে।ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর বার্তা:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG