অ্যাকসেসিবিলিটি লিংক

সোমবার রাতে ইয়েমেন কর্তৃক ছোঁড়া একটি ক্ষেপনাস্ত্র ধ্ধংস করে দিয়েছে সৌদী অরব


সোমবার রাতে ইয়েমেন কর্তৃক ছোঁড়া একটি ক্ষেপনাস্ত্র ধ্ধংস করে দিয়েছে সৌদী অরব।

সৌদী আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা SPA এর খবরে বলা হয়েছে চলতি মাসে ইয়েমেন থেকে ছোঁড়া এই নিয়ে দ্বতীয় ক্ষেপনাস্ত্র ধ্ধংস করল তারা। সৌদী আরবের নের্তৃত্বে যে জোট ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দু রাবু মানসৌর হাদীর সহায়তা করছে তারা বলছেন এই ক্ষেপনাস্ত্র হামলার প্রচেষ্টা, গত এপ্রিলে কুয়েতে হওয়া জাতিসংঘ শান্তি প্রক্রিয়ার জন্যে বাধা।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী, দেশের রাজধানী সানা দখল করার পর থেকে প্রেসিডেন্ট হাদী প্রথমে ইয়েমেনর বন্দর শহর আদেন এবং পরে সৌদী আরবে অবস্থান চলে যান।

পরে আবার সৌদী জোটের সহায়তায় আদেনে সরকার গঠন করেন হাদী। হুতী এবং সৌদী জোটের যুদ্ধে ৬ হাজার ৪০০ জন মারা যান।

XS
SM
MD
LG