অ্যাকসেসিবিলিটি লিংক

গার্মেন্টস সেক্টরে পর পর একাধিক অঘটনে য়ুরোপিয় য়ুনিয়নের প্রতিক্রিয়া নিয়ে আশংকা দেখা দিচ্ছে


গার্মেন্টস সেক্টরের পর পর একাধিক অঘটনে বহু গার্মেন্টস কর্মি হতাহত হওয়ার পর এখন য়ুরোপিয় য়ুনিয়নের তরফে প্রতিক্রিয়া নিয়ে অনেকেরই মনেই আশংকা দেখা দিচ্ছে , গার্মেন্টস শিল্পের ক্ষতি হতে পারে এমোন কোনো পদক্ষেপ না গৃহিত হয বিদেশি ক্রেতাদের তরফে – বিশেষ করে যখন কিনা য়ুরোপের বাজারই কিনছে বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ পরিচ্ছদ সামগ্রি ।

সাভার ধসের পর একের পর এক লাশ বেরিয়ে আসছে ধংসস্তুপের ভেতর থেকে আর তারই মাঝে সরকারের কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে , ১৯ শ’ কোটি ডলারের এ গার্মেন্টস শিল্প কিছু খোয়াবে না – এ মন্তব্য কতোখানি সঙ্গত?

গার্মেন্টস খাত সংশ্লিষ্ট য়ুরোপের এক মতাদর্শি সংগ্রামি ইনেহ কু যেলডেনরুস্ট মন্তব্য করেছেন – পশ্চিমা পোষাক বিক্রেতারা বিদেশি কারখানাগুলোর বিপজ্জনক কাজের পরিবেশ নিয়ে উচ্চারিত হূঁশিয়ারী উপেক্ষা করেছে –তাদেরকেই এখন দাম বাড়িয়ে বেশি পয়সা দিতে হবে গার্মেন্টস সামগ্রীর জন্যে এবং তার বিনিময়ে কাজের নিরাপদতরো পরিবেশ দাবি করতে হবে তাদের তরফে ।
please wait
Embed

No media source currently available

0:00 0:07:08 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG