অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্টোনিন স্কালিয়া মারা গেছেন


FILE - In this 2006 photo, Supreme Court Justice Antonin Scalia listens to President Bush speak during a ceremony at the White House.
FILE - In this 2006 photo, Supreme Court Justice Antonin Scalia listens to President Bush speak during a ceremony at the White House.

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্টোনিন স্কালিয়া মারা গেছেন। তিনি সব চাইতে দীর্ঘদিন বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্কালিয়া, শনিবার টেক্সাসে সিবোলো ক্রিক রান্চে ঘুমন্ত অবস্থায় মারা যান। রক্ষণশীল স্কালিয়ার বয়স হয়েছিল ৭৯ বছর। ১৯৮৬ সালে প্রেসিডেন্ট রনাল্ড রেগ্যান, অ্যান্টোনিন স্ক্যালিয়াকে, উচ্চ আাদালতে নিয়োগ দেন।

প্রধান বিচারপতি জন রবার্টস, স্কালিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন “তিনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তি ও আইনবিদ। তাঁর সহকর্মীরা তাকে শ্রদ্ধা করতেন।”

প্রেসিডেন্ট বারাক ওবামা, স্কালিয়র সম্মানে, কেন্দ্রীয় সরকারের স্থাপনাগুলোতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। প্রেসিডেন্ট বলেছেন তিনি তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এবং অ্যান্টোনিনের স্থলাভিষিক্ত করার জন্য নতুন বিচারপতির নাম মনোনয়ন করবেন।

XS
SM
MD
LG