অ্যাকসেসিবিলিটি লিংক

স্কটল্যান্ডে ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে সমন জারি


Un homme tient une balle de golf rouge avec une croix gammée pendant que le candidat républicain à la présidence américaine Donald Trump, à l’arrière droite, coiffé d’une casquette blanche, est sur le point de donner un discours sur la cours de golf Trump
Un homme tient une balle de golf rouge avec une croix gammée pendant que le candidat républicain à la présidence américaine Donald Trump, à l’arrière droite, coiffé d’une casquette blanche, est sur le point de donner un discours sur la cours de golf Trump

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ রিসোর্টের বিরুদ্ধে আদালত সমন জারি করেছে। অনুমতি ছাড়াই রিসোর্টের কর্মীরা এক ব্যক্তির ছবি তুলেছে বলে অভিযোগে বলা হয়েছে। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়, রিসোর্টের দুই কর্মী মোবাইল ফোনে রোহান বেইটস নামের এক নারীর ছবি তুলেছিলেন। ট্রাম্পের আইনজীবীরা তা স্বীকার করেছেন। এরপরই আবেরডিনশায়ারে অবস্থিত রিসোর্টটির বিরুদ্ধে সমন জারি করা হয়।
প্রাথমিকভাবে ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে চিঠি ও ক্ষতিপূরণ দাবি করেছিলেন বেইটস। রিসোর্ট কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করলে বিষয়টি আদালতে গড়ায়। যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা আইন মোতাবেক ট্রাম্পের কোম্পানী ফৌজদারি অপরাধ করেছে। খবরে বলা হয়, রোহান বেইটস একজন সামাজিক কর্মী। ট্রাম্পের গলফ রিসোর্টের পাশে তিনি বান্ধবী সু এডওয়ার্ডসকে নিয়ে হাঁটছিলেন। এক পর্যায়ে তিনি ওয়াশরুমে গেলে রিসোর্টের কর্মীরা তার ছবি তুলে।
রোহান বেইটসের আইনজীবী মাইক ডাইলি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকার সনদে এটি সুরক্ষিত। কোন ব্যক্তির এই অধিকার লঙ্ঘিত হলে তার ক্ষতিপূরণ চাওয়ার অধিকার রয়েছে।
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG