অ্যাকসেসিবিলিটি লিংক

সাগরবক্ষে ভাসমান শরণার্থীদের উদ্ধারের ব্যাপারে যে দেশগুলো অনীহা প্রকাশ করেছে জাতিসংঘ তাদের ওপর চাপ বাড়াচ্ছে


মানব পাচারকারিদের বিরুদ্ধে দমন অভিযান চালানোর পর সাগর বক্ষে ভাসমান অসহায় শরনার্থী ও অভিবাসীদের মদতে- তাদের উদ্ধারে এগিয়ে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করছে দক্ষিন পুর্ব এশিয়ার যে দেশগুলোর সরকারেরা জাতিসংঘ সেই তাদের ওপর চাপ প্রয়োগের মাত্রা তীব্রতর করছে।

আজ মঙ্গলবার জাতিসংঘের জোটবদ্ধ কয়েকটি সংস্থা মিলে সরাসরি এক যুক্ত বিবৃতি মারফত আবেদন জানিয়েছে ইন্দোনেশিয়া-মালয়েশিয়া এবং থাইল্যান্ডের নেতৃবৃন্দের প্রতি- অসহায় শরনার্থী বোঝাই নৌযানগুলোকে ফিরিয়ে দেওয়ার নীতি পাল্টানোর জন্যে আহ্বান জানানো হয়েছে এতে। অসূস্থ-ভগ্ন স্বাস্থ অসহায় নারী পুরুষ-শিশু কোথাও ভুমিভাগে নামতে পারছে না- সাগর জলে ভাসছে তারা- খাবার নেই- পানি নেই – প্রয়োজনিয় ওষুধ ও চিকিত্সা সামগ্রী নেই তাদের- বলা হয় ঐ বিবৃতিতে।

নৌযান আরোহি প্রায় ৩ হাজার মানুষকে গত এক সপ্তাহে উদ্ধার করা হয়েছে বা তাঁরা ভূমিভাগে নামতে পেরেছেন। আরো হাজার হাজার মানুষ এখনো সাগরভাসি হয়ে নৌযানেই আটকিয়ে রয়েছেন নামমাত্র বা কোনো রকম খাদ্য-পানিয় ছাড়াই।

XS
SM
MD
LG