অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অনুসন্ধানঃ চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার



মালয়েশিয়ার কর্তৃপক্ষ বলছে, নিখোঁজ বিমানের অনুসন্ধান ততপরতা চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দীন হুসেন, আন্তর্জাতিক আরও সহযোগীতার আহ্বান জানিয়েছেন যাতে তল্লাশির কাজ আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ উপযোগী করা যায়।

কর্তৃপক্ষ মনে করছেন, মালয়শিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানটি ইচ্ছাকৃতভাবে এর গতিপথ বদল করে হয় উত্তরে মধ্য এশিয়ার দিকে অথবা দক্ষিণে ভারত মহাসাগরের দিকে উড়ে গেছে।

৮ই মার্চ, কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়ে যায়।

কর্তৃপক্ষ সন্ত্রাসসহ, ছিনতাই অথবা বিমানের যে কোন রকম যান্ত্রিক বিভাটের সম্ভাবনা এর কোন কিছুই নাকোজ করছে না।

বেজিং মঙ্গলবার জানিয়েছে যে বিমানের ১৫৪ জন চীনাযাত্রীর সংগে ছিনতাই বা সন্ত্রাসের কোন যোগসূত্র নেই।

চীন ঐ বিমানের যাত্রীদের সম্পর্কে খোঁজ খরব তদন্ত করে দেখেছে।
XS
SM
MD
LG