অ্যাকসেসিবিলিটি লিংক

মালায়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে এখন ২৫টি দেশ সংশ্লিষ্ট


পরিবহনমন্ত্রী হিশামুদ্দীন হোসেইন
পরিবহনমন্ত্রী হিশামুদ্দীন হোসেইন
মালায়েশিয়ার কর্তৃপক্ষ বলেছে বিমানটি বেশ কয়েকটি দেশের উপর দিয়ে উড়ে গেছে এটা নির্ধারণের পর নিখোঁজ মালয়শিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান জেটের সন্ধান করছে যে সব দেশের সংখ্যা দাড়িয়েছে ২৫ এ।

পরিবহনমন্ত্রী হিশামুদ্দীন হোসেইন বলেছেন আরও ১১টি দেশ সন্ধান ও উদ্ধার ততপরতায় যোগ দিয়েছে। তিনি উল্লেখ করেন যে বিমানটি ওই সব দেশের কয়েকটির উপর দিয়ে হয়ত গেছে। বিমানটি হয়ত উত্তরে মধ্য এশিয়া পর্যন্ত গেছে।

কর্তৃপক্ষ এই বিকল্পের সম্ভাবনা বাদ দেয়নি যে বিমানটি হয়ত অজানা কোন স্থানে ভূমিতে আছে ।

তদন্তে এখন মনযোগ দেওয়া হচ্ছে ২৩৯ (দুশো উনচল্লিশ) ক্রু ও যাত্রীদের উপর।

মালায়েশিয়ার কর্তৃপক্ষ বলেছে পুলিশ দুই বৈমানিকের বাড়িতে তল্লাশি চালিয়েছে।
তারা একজন বৈমানিকের বাড়িতে যে ফ্লাই সিমুলেইটর ছিল তা পরীক্ষা করে দেখছে।
XS
SM
MD
LG