অ্যাকসেসিবিলিটি লিংক

খারাপ আবহাওয়ায় নিখোঁজ বিমানের তল্লাসী অভিযান বিলম্বিত


উপগ্রহ থেকে তোলা ছবিতে নিখোঁজ মালয়েশিয়ান জেটলাইনারের সম্ভাব্য ধ্বংসাবশেষের ধারনা কিছুটা স্পষ্ট হলেও খারাপ আবহাওয়ার কারনে বিমানটির তল্লাসী অভিযান আবারো বিলম্বিত হচ্ছে।

বৃহস্পতিবার থাই মহাকাশ সংস্থা জানায় দক্ষিন ভারত মহাসাগরে তাদের একটি উপগ্রহ ৩০০টি ভসিমান বস্তু চিহ্নিত করেছে যা দৈর্ঘে ২ থেকে ২৫ মিটার পর্যন্ত। একই স্থানে এর আগে ফ্রেঞ্চ উপগ্রহের তোলা ছবিতে ২৩ মিটার পর্যন্ত দৈর্ঘ বিশিষ্ট ১২২টি বস্তু চিহ্নিত করা হয়েছিল।

তবে ঐ বস্তুর কাছে পৌছানোর প্রয়াস ব্যার্থ হয়েছে। অষ্ট্রেলিয়ান নৌ কতৃপক্ষ জানায় বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার কারনে তাদের সকল তল্লাসী বিমান ঐ অঞ্চল থেকে সরিয়ে নিতে হয়েছে। তবে জাহাজে তল্লাসী অভিযান অব্যহত রয়েছে।
XS
SM
MD
LG