অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানের বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে


টাইফুন বিধ্বস্ত জাপানের উত্তরাঞ্চলের দ্বিতীয় আরেকটি নদীর পানি বেড়ে গিয়ে আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে। বন্যা কারণে যারা আটকা পড়েছেন তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধার কর্মকর্তাদের ওপরে চাপ দেওয়া হচ্ছে।

গত কয়েক দশকের মধ্যে এ ধরণের ভয়াবহ বন্যা হয়নি। টোকিয়র ৩৫০ কিলোমিটার উত্তরে ওসাকি শহরের প্রত্যন্ত এলাকায় শুক্রবার ভোরের দিকে সিবুই নদীর পানিতে ভেসে গিয়েছে ধান ক্ষেত এবং ঘর বাড়ি। কর্মকর্তারা জানিয়েছেন যে অন্তত ৪০ জন পানি বন্দি অবস্থায় রয়েছেন।


প্রচণ্ড বৃষ্টির কারণে বৃহস্পতিবার জাপানের মধ্য এবং উত্তরাঞ্চলে প্রবল বন্যা হয় ফলে হাজার হাজার মানুষকে অন্যত্র সরে যেতে বাধ্য করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে যারা সরে যেতে পারিনি তাদেরকে ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রাজধানী টোকিয়োর ৫০ কিলোমিটার উত্তরপূর্বের জোসো শহর সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিনুগাওয়া নদীর পানি বেড়ে যাওয়ায় আশে পাশের এলাকা প্লাবিত হয়।
বন্যার পানির তোড়ে বাড়ী ঘড় ভেসে গেছে আর যে সব ভবনে রয়েছে তার ছাদে এবং বারান্দায় মানুষ জন আশ্রয় নিয়েছে এবং সাহায্যের প্রতীক্ষা করেছে।

XS
SM
MD
LG