অ্যাকসেসিবিলিটি লিংক

বুরকিনা ফাসোর হোটেলে ইসলামি জঙ্গিদের অবরোধের অবসান : ২৩ জনের প্রাণহানি


বুরকিনা ফাসোর সরকারী কর্মকর্তারা বলছেন যে সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের দ্বারা অবরুদ্ধ রাজধানী ওয়াগাডুগ্রর একটি অভিজাত হোটেলের অবরোধের অবসান ঘটেছে। এই ঘটনায় বিশ্বের ১৮ টি দেশের অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছে।

কর্তৃপক্ষ বলছে সেখানকার Splendid Hotel ‘এ নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ১২৬ জন পণবন্দীকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত পণবন্দীদের মধ্যে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন সেখানকার ঐ অভিযানে তিনজন কথিত জিহাদি নাহত হয়েছে। চতুর্থ আরেকজনকে কাছের একটি হোটেলে খুঁজে পাওয়া যায় এবং তাকে ও পরে হত্যা করা হয়। কর্মকর্তারা বলছেন যে এই কথিত জিহাদিদের মধ্যে দু জন ছিল মহিলা।

মাত্র গত মাসে দায়িত্বপ্রাপ্ত বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশিচয়া কাবোরে আজ ঐ হোটেলটি পরিদর্শন করেছেন এবং এই আক্রমণকে তিনি ঘৃণ্য ও কাপুরুষোচিত বলে অভিহিত করেন।

হোটেলটির নিয়ন্ত্রণ গ্রহণের জন্য সরকারী সৈন্য এবং তাদের ফরাসি সহপক্ষ জঙ্গিদের সঙ্গে লড়াই করে।

XS
SM
MD
LG