অ্যাকসেসিবিলিটি লিংক

নিউ ইয়র্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রমের উপর সেলিম হোেসেনর রিপোর্ট


যারা দেশের উন্নয়ন চায় না তারাই আগাম নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জাতিসংঘের সদর দপ্তরে কনফারেন্স হলে ”এমডিজি টু এসডিজি এ ওয়েটু ফরোয়ার্ড” ইভেন্টে সাস্টেনেইবল ডেভেলপমেন্ট গোল- এসডিজির বাস্তবায়ন প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্ক থেকে জানাচ্ছেন সেলিম হোসেন।

নিউইয়র্কে জাতিসঙঘ স্থায়ী মিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সংসদীয় নির্বাচনে জয়লাভকারী ২য় বৃহত্তম দলটিই বাংলাদেশের বিরোধী দল। আর বিএনপি জামাত হলো জঙ্গীবাদি দল। ঢাকায় ইটালীয় নাগরিক হত্যাকান্ড নিয়ে যে বিএনপি নেতা নানান কথা বলছেন তাকে জিজ্ঞাসাবাদ করলে আসল কাহিনী বেরিয়ে আসতে পারে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

এছাড়া সংবাদ সম্মেলনে তিনি তার সরকারের বভিন্নি উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন।

এর আগে এমডিজি টু এসডিজি এ ওয়েটু ফরোয়ার্ড” ইভেন্টে প্রধািনমন্ত্রী শেখ হাসিনা বলেন; বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের মডেল। তিনি বলেন , মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল এমডিজি বাস্তবায়নে আমরা যেমন সাফল্য দেখিয়েছি তেমনি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সংকল্পবন্ধ । পরিবেশ বান্ধব উন্নয়নে উন্নত দেশগুলো অপেক্ষাকৃত পিছিয়ে থাকা দেশকে সহযোগিতা করলে এসডিজি বাস্তবায়ন এর পথ অনেকটাই সহজ হবে তাই বিশ্ব নেতাদের বিষটি গুরুত্বের সাথে নেবার আহবান জানিয়েছেন শেখ হাসিনা ।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন এর সঞ্চালনায় এতে নেদারল্যান্ড এর রাজা উইলিয়াম আলেকজেন্ডার, সুইডেনের প্রধান মন্ত্রী স্টেফেন সহ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলেন। দুহাজার তিরিশ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার নানা দিক নিয়ে আলোচনা করেন বিশ্ব নেতারা ।

please wait

No media source currently available

0:00 0:02:11 0:00

XS
SM
MD
LG