অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের মামলার ভিত্তিতে শফিক রেহমান গ্রেফতার হয়নি: মির্জা ফখরুল ইসলাম আলমগির


যুক্তরাষ্ট্রের আদালতের কোন মামলার নথীর ভিত্তিতে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়নি বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির অভিযোগ করেন- প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন জয়কে অপহরণ কিংবা তাঁকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগটি যুক্তরাষ্ট্রের আদালত গ্রহণই করেনি। তিনি বলেন আমেরিকান নাগরিক রিজভি আহমেদ সিজারের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছিল তা ছিল একজন এফবিআই এজেন্টকে তিনি ঘুষ দিয়েছিলেন এবং জয় সম্পর্কে কিছু নথি পেয়েছিলেন। তাঁর অপরাধ ছিল সরকারি কর্মকর্তাকে ঘুষ দেয়া এবং এফবিআই কর্মকর্তার অপরাধ ছিল ঘুষ নেয়া ও বিনা অনুমতিতে সরকারি দলিল হস্তান্তর করা।

আদালতে জমা দেয়া মামলার নথীর সাথে যুক্তরাষ্ট্র সরকারের বেশ কিছু ডকুমেন্টে ৩০ কোটি ডলার অর্থাৎ ২৫ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের যে তথ্য উঠে এসেছে সে বিষয়ে ব্যাখ্যা দাবি করেন বিএনপি মহাসচিব।

তার কথায় কাল্পনিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া সাংবাদিক শফিক রেহমানের তিনি মুক্তি দাবী করেন।

সরাসরি লিংক


XS
SM
MD
LG