অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রীর ছেলেকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় শফিক রেহমান গ্রেফতার


প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ হত্যার কথিত ষড়যন্ত্রের মামলায় প্রবীণ সাংবাদিক সাবেক সম্পাদক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। ৮২ বছর বয়স্ক শফিক রেহমানকে শনিবার সকালে ঢাকার ইস্কাটনস্থ বাসভবন থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেফতার করে। পরে আদালতে নেয়া হলে জিজ্ঞাসাবাদের জন্য দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়। প্রধানমন্ত্রীর ছেলেকে যুক্তরাষ্ট্রে অপহরণ হত্যা প্রচেষ্টার কথিত অভিযোগে ২০১৫ সালে ঢাকায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, শফিক রেহমান ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং তখনই ওই পরিকল্পনা করা হয়। তার স্ত্রী তালেয়া রেহমান জানান, একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক পরিচয়ে সাদা পোশাকের পুলিশ তাদের বাড়িতে ঢুকে পড়ে। বিরোধী দল বিএনপির সাথে সুসম্পর্ক থাকা এবং বর্তমান সরকারের তীব্র সমালোচক শফিক রেহমান সাপ্তাহিক পরে দৈনিক যায় যায় দিন পত্রিকার সম্পাদক এবং মালিক ছিলেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, সরকার দেশের নাগরিকদের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করেছে।

সরাসরি লিংক

XS
SM
MD
LG