অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি থেকে পদত্যাগ করেছেন শমসের মবিন চৌধুরী


বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দলের পক্ষে পররাষ্ট্র বিষয়ক বিষয়াদি দেখভালকারী নেতা শমসের মবিন চৌধুরী স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন এবং সাথে সাথে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে লেখা পদত্যাগপত্র তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বুধবার রাতে হস্তান্তর করেছেন। যদিও শমসের মবিন স্বাস্থ্যগত কারণের কথা বলেছেন, তবে বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে।

শমসের মবিন চৌধুরী এ বছরের শুরুতে সরকার বিরোধী আন্দোলনের সময় ৮ জানুয়ারি গ্রেফতার হন এবং ২২ মে জামিনে মুক্তি লাভ করেন। এরপর থেকে তিনি চুপচাপ থাকার নীতির গ্রহণ করেন। দলের সাথেও তার দূরত্ব সৃষ্টি হয়। সাবেক পররাষ্ট্র সচিব ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী বিএনপির প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত ছিলেন। এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে বিএনপি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG