অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে শেয়ার বাজারে সূচক বৃদ্ধি


Indian stockbrokers celebrate as they watch the Bombay Stock Exchange (BSE) index on their trading terminal in Mumbai, India, May 13, 2014.
Indian stockbrokers celebrate as they watch the Bombay Stock Exchange (BSE) index on their trading terminal in Mumbai, India, May 13, 2014.

শেয়ার বাজার কয়েক দিন ধরেই খুব তেজি। শেষ পর্যন্ত শেয়ারের মূল্য সূচক পেরিয়ে গেল ৩০,০০০। কেন বাড়ছে এ ভাবে? বিশেষজ্ঞদের ব্যাখ্যা - দেশে বুধবার দিল্লি পুরসভা নির্বাচনে বিজেপি-র বিপুল জয়ে ঐ দলের সাম্প্রতিক সব নির্বাচনেই জয়ের ধারা বজায় রইল।অর্থাত, রাজনৈতিক স্থিতাবস্থা। বিদেশের শেয়ার বাজারেও এখন তেজি ভাব। ফ্রান্সের নির্বাচনে মধ্যপন্থী নেতা ম্যাক্রোঁ-র জয়ের সম্ভাবনাও নিশ্চিন্ত করেছে লগ্নিকারীদের। এ দিকে ভারতীয় টাকার দর ডলারের নিরিখে বেড়েই চলেছে। সব মিলিয়ে তুঙ্গী শেয়ার বাজার। তবে সতর্ক করে দিয়ে বিশেষজ্ঞেরা বলছেন, এই তেজি বাজারের সময়ে নতুন করে লগ্নি করার বিপদ হল, ফোলানো বেলুনের মত কিন্তু এক সময় ফেটে যেতে পারে এই তেজি ভাব। তখন ধপাস করে পড়ে যাবে শেয়ারের দর। বিপদে পড়বেন লগ্নিকারীরা। অতীতে এমন ঘটনার ঢের নজির রয়েছে।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG