অ্যাকসেসিবিলিটি লিংক

লন্ডনে শেখ হাসিনা কাটালেন ব্যস্ত দিন : মনসুরউদ্দিন


ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন , ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে , বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন , ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে , বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন । আজ বিকেলে তাঁর স্থানীয় আওয়ামি লীগের বৈঠকে যোগ দেওয়ার কথা এবং পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত এই সফর সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে লন্ডনের সুরমা পত্রিকার সম্পাদক মনসুরউদ্দিন জানান যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে , প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। চল্লিশ মিনিটের এই বৈঠকে প্রধানত জলবায়ু ও জঙ্গিবাদের ওপর আলোকপাত করা হয়। তা ছাড়া শেখ হাসিনা ব্রিটেনে বাঙালি ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা প্রসঙ্গ এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ও আহ্বান জানিয়েছেন।

মনসুরউদ্দিন ভয়েস অফ আমেরিকাকে আরও জানান যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের আমন্ত্রণে বিশ্ব শান্তির ওপর শেখ হাসিনা বক্তব্য রাখেন এবং সেখানকার ছাত্রছাত্রীরা তাঁর বক্তবের প্রশংসা করেছেন। ওদিকে ব্রিটেনে যেখানেই শেখ হাসিনা গেছেন , সেখানেই বিভিন্ন দাবিতে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে, বিএনপি , জামায়াতে ইসলামি এবং বাংলাদেশে নিষিদ্ধ হিজবুত তাহরির। মনসুরউদ্দিন বলেন যে এ সব বিক্ষোভে অবশ্য বর্তমানে লন্ডনে অবস্থিত তারেক রহমান যোগ দেননি।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG