অ্যাকসেসিবিলিটি লিংক

রয়াল ডাচ শেল কম্পানি আলাস্কা রাজ্যের উপকূলে সুমেরু জলসীমায় তেল উত্তোলন করা আপাততো বন্ধ রাখবে


US Shell Arctic Offshore Well
US Shell Arctic Offshore Well

আজ সোমবার রয়াল ডাচ শেল কম্পানি বলেছে যে তারা আপাততো যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের উপকূলে সুমেরু জলসীমায় তেল উত্তোলন করা বন্ধ রাখবে।

ওই কম্পানির এক বিবৃতিতে বলা হয ব্যারো শহরের ২৪০ কিলোমিটার দূরে চুকচী সাগরে এক কূপে তেল ও গ্যাসের ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু কাজ চালিয়ে যাওয়ার মত তা যথেষ্ট নমুনা নয়। ২ হাজার মিটারের কূপটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কারণ হিসেবে তারা উচ্চ ব্যয় ও কেন্দ্রীয় সরকারের পরিবর্তনশীল বিধি নিষেধের উদ্ধৃতি দেয়।

আনুমানিক হিসেব অনুযায়ী সুমেরু অঞ্চলে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস আছে যা এখনও উত্তোলন করা হয়নি।

XS
SM
MD
LG