অ্যাকসেসিবিলিটি লিংক

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করছে নৌযান শ্রমিকরা


সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দফা দাবিতে দেশ ব্যাপী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করছে নৌযান শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে প্রায় ১২ হাজার যাত্রী ও মালবাহী নৌযানের শ্রমিকরা বুধবার রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু করলে দেশের সকল নৌবন্দর এবং জলপথে যাত্রী সেবা কার্যত অচল হয়ে পড়েছে। সমুদ্র বন্দরগুলোতেও এর ব্যাপক ভাবে এর প্রভাব পড়েছে।

ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বার বার আশ্বাস সত্ত্বেও তাদের দাবী মানা হয়নি । দাবি মানা না পর্যন্ত আন্দোলন আব্যাহত রাখা হবে বলে বৃহস্পতিবার সতর্ক করে দেন ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া। (Actuality) ধর্মঘটী নৌ শ্রমিকরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বলে খবর পাওয়া গেছে।

এ বছরের ২৬ জানুয়ারি বিভিন্ন দাবিতে ধর্মঘট করেন নৌ শ্রমিকরা এবং সরকারের আশ্বাসের পর তারা তা প্রত্যাহার করে নেয়। সর্বশেষ খবরে জানা গেছে মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।

সরাসরি লিংক


XS
SM
MD
LG