অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর প্রতিবন্ধি প্রশিক্ষন কেন্দ্রে গুলীর ঘটনায় ১৪ জন নিহত


ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের পূর্ব দিকের শহর সান বার্নার্ডিনোর এক প্রতিবন্ধি প্রশিক্ষন কেন্দ্রে ভয়াবহ গুলীর ঘটনায়, শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জন মারা গেছেন। এ সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে ঐ ঘটনায় আহত হয়েছে অসংখ্য। স্থানীয় শেরিফ কর্তৃপক্ষ জানিয়েছে গুলির ঘটনায় অন্তত তিনজন জড়িত ছিল এবং তাদের ধারনা হামলার পরপরই তারা একটি কালো এসইউভিতে পালিয়ে যায়।

এক পুলিশ কর্মকর্তা লস এঞ্জেলেস টাইমসকে জানান সন্দেহভাজন হামলাকারীরা ভারী অস্ত্রে সজ্জিত ছিল এবং শরীর বর্মে আবৃত ছিল। সেখানে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি বিস্ফোরক নিস্ক্রিয় করার কাজ করছেন বিস্ফেরক বিশেষজ্ঞরা।

এফবিআইসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনির সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছেন।

ঘটনাস্থল, Inland Regional Center ৪০ বছর আগে নির্মিত হয় প্রতিবন্ধি মানুষের সহায়তার লক্ষ্যে।

সিবিএস টেলিভিশনে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন এ ধরনের গুলির ঘটনা রোধে আমেরিকানদেরকে নিরাপদ রাখতে অনেক পদেক্ষেপ নেয়া যেতে পারে এবং সরকারেরর সকল পর্যায়ের কর্মকর্তারা একসঙ্গে নির্দলীয়ভাবে এটি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

মাত্র এক সপ্তাহ আগে কলোরাডোয় এক বন্দুকধারী একটি Planned Parenthood clinic ঢুকে তিনজনকে গুলী করে হত্যা করে।

XS
SM
MD
LG